সুষ্ঠু নির্বাচন ইসি ও রাজনৈতিক দলগুলোর ওপরও নির্ভর করে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৬ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপরই নির্ভর করে না, নির্বাচন কমিশন (ইসি) ও নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর ওপরেও এটি নির্ভর করে। নির্বাচনের জন্য প্রশাসনের প্রস্তুতি ঠিক আছে, সুষ্ঠু পরিবেশও আছে।
মব সন্ত্রাস প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ফরিদপুরসহ যেখানেই মব তৈরি হয়েছে, যারাই এগুলো করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি নেই। মালয়েশিয়ায় আটক তিন বাংলাদেশি জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে তাদের ফেরত পাঠানো হয়েছে।
এদিন শাহজালালের কার্গো ভিলেজ ও উত্তরা পূর্ব থানা ছাড়াও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।