বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
বুধবার, ৮ জানুয়ারি ২০২৫

ভারতে এইচএমপিভি ভাইরাসের হানা

ভারতে এইচএমপিভি ভাইরাসের হানা

প্রকাশ:

ভারতে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত দুইজন শনাক্ত হয়েছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৬ জানুয়ারি) বেঙ্গালুরুতে তিন মাসের এক শিশু এবং আট মাসের অপর এক শিশুর দেহে এইচএমপিভি ভাইরাসের সন্ধান মিলেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত শিশু ও তাদের পরিবারের সাম্প্রতিককালে কোনো ভ্রমণের রেকর্ড নেই। তবে দুই শিশুর শরীরে এইচএমপি ভাইরাসের যে স্ট্রেনের সংক্রমণ হয়েছে, সেটির সঙ্গে চীনের ছড়িয়ে পড়া ভাইরাসের স্ট্রেনের কোনও যোগ রয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।

ভারতে প্রথম এইচএমপিভি আক্রান্তের খবর নিশ্চিত করেছে কর্নাটক স্বাস্থ্যদপ্তর। ইতোমধ্যে তথ্যটি দেশের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এদিকে বিষয়টি কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও এনিয়ে সোমবার দুপুরে একটি জরুরি বৈঠক ডেকেছেন। তবে রাজ্যবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যসচিব হর্ষ গুপ্তা।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনা ভাইরাসের পাঁচ বছর পর চলতি বছর চীনে প্রথম হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। চীনের স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, নতুন এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার ফলে হাসপাতাল এবং শ্মশানগুলোতে চাপ বাড়ছে। ইতোমধ্যে এই ভাইরাস মালয়েশিয়াতেও সনাক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফিতে নতুন জট, আফগানিস্তান ম্যাচ বয়কটের আহ্বান

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে নতুন জটিলতা। এবার সমস্যার কারণ...

সচিবালয়ে গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম...

ফরিদপুরে রেলক্রসিংয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত

ফরিদপুরে রেলক্রসিংয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।...

তিতুমীর কলেজের মূল ফটকে ‘বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার

রাজধানীর ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে...