রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

সত্যিই কি হানি সিংয়ের গায়ে হাত তুলেছিলেন শাহরুখ? জানালেন গায়ক

সত্যিই কি হানি সিংয়ের গায়ে হাত তুলেছিলেন শাহরুখ? জানালেন গায়ক

প্রকাশ:

বলিউডে বিভিন্ন বিষয় নিয়ে গুঞ্জন চলতে থাকে। প্রায় সময় সংবাদ রটে এক তারকার সঙ্গে অন্য তারকার বৈরী সম্পর্কের। এমনই একটি ঘটনা রটে ছিল ৯ বছর আগে। সে সময় বলা হয়েছিল বলিউড বাদশাহ শাহরুখ নাকি পাঞ্জাবি গায়ক হানি সিংকে মার দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, নয় বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠান করতে গিয়ে হোটেলের রুমে ঢুকে পাঞ্জাবি গায়ক হানি সিংয়ের উপর নাকি চড়াও হন বলিউড বাদশা শাহরুখ খান। এমনকি খবরে এসেছিল, হানিকে শাহরুখ এত জোরে চড় মারেন, যে আহত হন গায়ক। তার কপাল ফেটে নাকি অঝোরে রক্তও বেরিয়ে ছিল। আর তার পরেই মঞ্চে পারফর্ম করতে পারেননি হানি।

সেই সময় এই ঘটনা নিয়ে বলিপাড়ায় উত্তেজনা হয়েছিল প্রচুর। কিন্তু এ বিষয়ে মুখ খুললেন হানি বা শাহরুখ কেউই। এবার বিষয়টি নিয়ে কথা বললেন হানি সিং। জানালেন ঠিক কী ঘটেছিল সেদিন। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে হানি সিংয়ের জীবনের উপর তৈরি তথ্যচিত্র। আর সেই তথ্যচিত্রেই আসল গল্পটা ফাঁস করলেন হানি। হানি জানালেন, শাহরুখ কখনই আমার গায়ে হাত তুলবেন না। উনি এমন মানুষই নন। আমাকে খুবই ভালোবাসেন শাহরুখ। আমাদের মধ্যে দাদা-ভাইয়ের সম্পর্ক। তাই শাহরুখ আমাকে মেরেছে, সেটা একেবারেই মিথ্যা।

হানি আরও বলেন, আসলে সেদিন আমার মঞ্চে উঠতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল, মঞ্চে উঠলেই মরে যাব। তাই প্রথমে হোটেলের রুমে ঢুকে মাথার সব চুল কেটে ফেললাম। তারপর নিজের মাথায় একটা কফি মগ ভাঙলাম। এতেই আহত হই। এসব করেই সেদিনের শো বন্ধ করেছিলাম।

হানি সিংয়ের এই বক্তব্যকে সমর্থন করেছেন, তার বোনও। তিনি জানান, এই ঘটনার পরই মাথায় রক্ত নিয়ে ফোন করে হানি। আমরা তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। এর নেপথ্যে শাহরুখের কোনও দোষ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

গত দুই মাসে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশে করেছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নীতিগত ভাবে সিদ্ধান্ত না...

বঙ্গবন্ধু রেলসেতুর নাম পরিবর্তন হয়ে যা হলো

যমুনা নদীতে নির্মিত রেলসেতুর নাম পরিবর্তন করে নতুন নামকরণ...

হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও...

সচিবালয়ে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমানো নয় বরং...