কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার চালকসহ ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার হাজিবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা এলাকার ফিরোজ আহমদ (৪৯), তাঁর স্ত্রী শাহিন আকতার (২৯), তাঁদের ছয় মাস বয়সী সন্তান জাহেদুল ইসলাম, সিএনজি চালিত অটোরিকশা চালক পেকুয়ার ধনিয়াকাটা এলাকার মৃত ছৈয়দুল আলমের ছেলে মনিরুল মান্নান (২২), উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার এলাকার বজল আহমদের ছেলে আব্দুর রহমান (৩২)।
পুলিশ জানায়, সিএনজি চালিত অটোরিকশাটি চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। হাজিবাজার এলাকায় পৌঁছালে বাহনটিকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক মনিরুল মান্নান, যাত্রী ফিরোজ ও তার স্ত্রী শারমিনসহ ৪ জন। ফিরোজ-শারমিন দম্পতির ৬ মাসের শিশু সন্তান জাহেদকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। নিহত অপর যাত্রীর পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনায় বিষয় নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, টইটং এর হাজির বাজার এলাকায় সিএনজি ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়। ঘটনাস্থলে থেকে ডাম্পারটি জব্দ করা হয়েছে।