মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে স্বাধীন বাংলাদেশের সঠিক ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানোর জন্য কনসার্টের আয়োজন করা হয়েছিল সোমবার (১৬ ডিসেম্বর)। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এই কনসার্টে দেশের জনপ্রিয় সব সংগীতশিল্পীদের একক পরিবেশনা ছাড়াও দেশসেরা ব্যান্ড দলগুলো পারফর্ম করেছে।
এ আয়োজনে অনেক তারকা শিল্পী ও ব্যান্ড পারফর্ম করলেও হাজির হওয়ার পরও পরিবেশনা করতে পারেনি জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’। এ নিয়ে উপস্থিত দর্শক-শ্রোতা এবং ব্যান্ডটির ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের খানিকটা মন খারাপ ছিল। একইসঙ্গে সবার প্রশ্ন ছিল―কেন পারফর্ম করতে পারল না আর্টসেল?
এ বিষয়ে কথা বলেছে আর্টসেল। ব্যান্ডটি সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে পারফর্ম করতে না পারার কারণ জানিয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এক বিবৃতিতে ব্যান্ডটি জানায়, ‘কনসার্টে এবং স্টেজে মাত্রাতিরিক্ত লোক হয়ে যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছে অর্গানাইজাররা। এ কারণে আজকে আর্টসেল নির্ধারিত সময়ে শো’তে উপস্থিত থেকেও শেষ ব্যান্ড হিসেবে পারফর্ম করতে পারেনি।’
ব্যান্ডটি আরও জানিয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখিত যে, আমাদেরকে না দেখে আপনাদের ফিরে যেতে হয়েছে। সবশেষে “সবার আগে বাংলাদেশ” কনসার্টে সংগীতপ্রেমী বাঁধভাঙা মানুষের ঢল অবশ্যই ইতিবাচক। সবাইকে আমাদের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা।’
প্রসঙ্গত, ১৯৭১ সালে দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের পর বীর বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে ডিসেম্বরে। সেই থেকে ঐতিহাসিক গৌরবময় দিনটি নানা আয়োজনে উদযাপন করা হয়। প্রতিবারের মতো এবারও বিজয় দিবস নিয়ে ছিল নানা আয়োজন। সেই আয়োজনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছিল কনসার্টের।