সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ওয়াই-ফাই নেটওয়ার্কের সিগন্যাল কি ক্যানসারের কারণ?

ওয়াই-ফাই নেটওয়ার্কের সিগন্যাল কি ক্যানসারের কারণ?

প্রকাশ:

এই ডিজিটাল যুগে প্রায় সব বাসা এবং অফিসেই ওয়াই-ফাই সুবিধা আছে। সহজে ইন্টারনেট ব্যবহারের জন্যই ওয়াই-ফাই সুবিধা এতো জনপ্রিয়। এটা বর্তমান সময়ে জরুরি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তবে অনেকের ধারণা ওয়াই-ফাই সিগন্যাল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারা মনে করেন এই সিগন্যাল থেকে ক্যানসার হতে পারে। চিকিৎসকরাও এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। যদিও এখনো এর সত্যতা মেলেনি।

এই ধারণার সূত্রপাত হয় ২০১১ সালে, যখন ৩০ জন বিজ্ঞানী কোনো গবেষণা ছাড়াই নিজেদের ধারণা প্রকাশ করেন। বিষয়টি স্পষ্ট জানতে তারা গবেষণার কথা বলেন। পরবর্তী একাধিক গবেষণা থেকে জানা যায় ওয়াই-ফাই নেটওয়ার্কের সিগন্যাল কোনো রোগের কারণ নয়। তবে অনেকেই এখনো এই ধারণা বিশ্বাস করেন। পরবর্তীতে আরও অনেক গবেষণা করা হয়।

হেলথলাইনের প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়টি নিয়ে একটি গবেষণা শুরু করে ২০১৭ সালে। মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআসি) এই গবেষণা করে। ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে সম্ভাব্য দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি খুঁজে বের করতে আড়াই লাখ মোবাইল ফোন ব্যবহারকারীদের তথ্য পর্যালোচনা করেন বিজ্ঞানীরা। গবেষণা শেষে ২০১৮ সালে জানা যায়, যারা মোবাইল ফোনে বেশিক্ষণ কথা বলেন, তাদের ব্রেন টিউমার হওয়ার ঝুঁকি তুলনামূলক কম সময় ফোন ব্যবহার করা ব্যক্তিদের তুলনায় বেশি নয়। কানাডা সরকারের অফিশিয়াল ওয়েবসাইটেও ওয়াই-ফাই নেটওয়ার্কের সিগন্যাল স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয় বলা হয়েছে।

রেডিও সিগন্যালের মাধ্যমে কম্পিউটার ও ফোনকে তারের সংযোগ ছাড়া ইন্টারনেটের সঙ্গে যুক্ত করা হয়। এসব সংকেতের ইলেক্ট্রোম্যাগনেটিক শক্তি ২ থেকে ৫ গিগাহার্ডজের মধ্যে হয়ে থাকে। মাইক্রোওয়েভ যন্ত্রেও একই মাত্রার তরঙ্গ ব্যবহার করা হয়। ওয়াই-ফাই নেটওয়ার্কে নন-আয়নাইজিং বিকিরণ হয়ে থাকে, যা মানুষের কোষ বা ডিএনএকে ক্ষতিগ্রস্ত করার জন্য পর্যাপ্ত শক্তি বহন করে না। আর তাই ওয়াই-ফাই সিগন্যাল মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয়।

কেমল মানুষ নয় প্রাণীদের ওপরের ওয়াই-ফাই নেটওয়ার্কের সিগন্যালের প্রভাব জানতে গবেষণা করা হয় সেখানেও কোনো স্বাস্থ্যঝুঁকি খুঁজে পাওয়া যায়নি। বিজ্ঞানীরা গবেষণা করার পরই এই সিদ্ধান্তে এসেছেন। এখনও ওয়াই-ফাই নেটওয়ার্ক থেকে কোনো স্বাস্থ্যঝুঁকির প্রমাণ মেলেনি। তাই ওয়াই-ফাই নেটওয়ার্কের নিয়ে ভাবনার করার কোনো কারণ নেই। এটা মানবদেহ কিংবা প্রাণীর শরীরে ক্ষতিকর প্রভাব তৈরি করে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

গত দুই মাসে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশে করেছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নীতিগত ভাবে সিদ্ধান্ত না...

বঙ্গবন্ধু রেলসেতুর নাম পরিবর্তন হয়ে যা হলো

যমুনা নদীতে নির্মিত রেলসেতুর নাম পরিবর্তন করে নতুন নামকরণ...

হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও...

সচিবালয়ে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমানো নয় বরং...