বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫

ঢাকায় আবারও শীতের দাপট, থাকবে কতদিন?

ঢাকায় আবারও শীতের দাপট, থাকবে কতদিন?

প্রকাশ:

আবারও কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী। সঙ্গে শীতের অনুভূতিও বেড়েছে। এই অবস্থায় বুধবার (৮ জানুয়ারি) দিনভর সূর্যের দেখা না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বুধবার রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা না পাওয়ার সম্ভাবনা বেশি। এতে দিনের বেলায়ও শীতের অনুভূতি থাকবে। সেই সঙ্গে আগের দিনের তুলনায় রাতেও শীতের অনুভূতি কিছুটা বেশি হতে পারে।

এই আবহাওয়াবিদ জানান, কুয়াশার ঘনত্ব অনেকটা বেড়ে যাওয়ায় দিনের বেলায়ও শীতের অনুভূতি বেড়েছে। তবে দিনে তীব্র শীতের অনুভূতি আগামী ২-৩ দিনের মধ্যে কমে আসবে। যদিও জানুয়ারিজুড়েই শীত থাকবে।

এদিকে বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ৩ থেকে ৫ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় বিরাজমান কুয়াশাচ্ছন্ন অবস্থার কারণে দৃষ্টিসীমা ৪০০ মিটারে নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কোথাও কোথাও দৃষ্টিসীমা এর চেয়েও কম হতে পারে। এই অবস্থায় এসব এলাকার নৌ-যানগুলোকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

ইলিয়াসকে উপদেষ্টা বানানোর দাবি সারজিসের? যা জানা গেল

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড আকারে দাবি...

খাগড়াছড়ি, রাজবাড়ী ও নারায়ণগঞ্জে নতুন ডিসি

খাগড়াছড়ি, রাজবাড়ী ও নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ...

চুয়াডাঙ্গায় বইছে মৌসুমের তৃতীয় শৈত্যপ্রবাহ, আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি

চুয়াডাঙ্গায় আবারও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা এ জেলার...

পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ

পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায়...