বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫

ভারতের অর্থনীতিতে মন্দা, ৪ বছরের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি সর্বনিম্ন

ভারতের অর্থনীতিতে মন্দা, ৪ বছরের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি সর্বনিম্ন

প্রকাশ:

ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার একধাক্কায় অনেকটাই কমে যেতে পারে। গত চার বছরের মধ্যে সেটা সর্বনিম্ন হতে পারে। নরেন্দ্র মোদি সরকারের তরফ থেকে মঙ্গলবার (০৮ জানুয়ারি) এই আভাস দেয়া হয়েছে। খবর রয়টার্সের।

ভারতীয় জাতীয় পরিসংখ্যান দপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার উদ্বেগজনক। ২০২৩-২৪ অর্থবছরে বর্ষে যে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৮ দশমিক ২ শতাংশ, সেটাই চলতি অর্থবর্ষে হতে চলেছে ৬ দশমিক ৪ শতাংশ। এটা হলে তা হবে গত ৪ বছরের মধ্যে সর্বনিম্ন হবে।

অবশ্য ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) দেশের জিডিপি বৃদ্ধির হার নিম্নমুখী হওয়া নিয়ে আগেই ইঙ্গিত দিয়েছিল। যদিও তাদের পূর্বাভাস ছিল, এই হার চলতি অর্থবছরে ৬ দশমিক ৬ শতাংশ হতে পারে। তবে জাতীয় পরিসংখ্যান দপ্তর বলছে, তার থেকেও কম হবে প্রবৃদ্ধির হার। এই বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৭ শতাংশ। অর্থনীতিবিদরা অনুমান করেছিলেন যে দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার ৬ দশমিক ৫ শতাংশে থাকতে পারে। তবে বাস্তবে তা প্রত্যাশার চেয়ে অনেকটাই কমে হয়ে দাঁড়ায়। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) সময়কালে তা হয়েছিল ৫ দশমিক ৪ শতাংশ।

বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, ভারতে উৎসবের মৌসুম ও সরকার ঘোষিত নানাবিধ প্রকল্প আগামী ত্রৈমাসিকে কিছুটা এর বৃদ্ধি ঘটাবে। তবে জাতীয় পরিসংখ্যান দপ্তরের প্রতিবেদন স্বাভাবিকভাবেই মোদি সরকারের চিন্তা আরও বাড়াল। আগামী তিন বছরের মধ্যে বিজেপি সরকার ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে তুলে ধরার লক্ষ্যমাত্রা নিয়েছে। তবে জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে যে পূর্বাভাস এলো, সেটা মোদি সরকার বাস্তবায়ন করতে পারবে কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

যুবদল নেতার সাহায্যে ভারতে পালান ওবায়দুল কাদের!

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ...

দেশীয় ফ্রিজ এসি মোটরসাইকেল শিল্পে কর বৃদ্ধি, বাড়তে পারে দাম

খুচরা যন্ত্রাংশসহ পূর্ণ ফ্রিজ, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার ও...

জুনের শেষ সপ্তাহে শুরু এইচএসসি পরীক্ষা

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা...

বিকেলে লন্ডন পৌঁছবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে কাতারের আমিরের...