সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
সোমবার, ৬ জানুয়ারি ২০২৫

খসড়ায় মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ, হালনাগাদ শুরু ২০ জানুয়ারি

খসড়ায় মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ, হালনাগাদ শুরু ২০ জানুয়ারি

প্রকাশ:

খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এ তালিকা প্রকাশ করে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। আগে ছিল ১২ কোটি ১৮ লক্ষ ৫০ হাজার ১৬০ জন। অর্থাৎ এবার ভোটার বেড়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। শতকরার হিসাবে যা প্রায় এক দশমিক পাঁচ ভাগ। এর মধ্যে পুরুষ ১ দশমিক ৯ শতাংশ ও নারী ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে

খসড়া এই তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫। এছাড়া প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে ১৩ হাজার ১৫১ জনকে। ।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে ১৭ জানুয়ারি পর্যন্ত থাকবে ভোটার সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর শেষ দিন। আর এ বিষয়ে শুনানি নিষ্পত্তির শেষ দিন আগামী ৩১ জানুয়ারি। আর গৃহীত সিদ্ধান্ত দেয়া হবে ৯ ফেব্রুয়ারি।

প্রবাসী ভোটারদের ৭টি দেশে নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। ১১টি মিশনে চালু হয়ে এখন পর্যন্ত ১৩ হাজার ১৫১ প্রবাসীর নিবন্ধন সম্পন্ন হয়েছে। এছাড়া, হালনাগাদ কার্যক্রমে প্রবাসীদের অনলাইনে আবেদন করার পরামর্শও দিয়েছে ইসি।

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, বিগত ভোটার তালিকাগুলোর বিতর্ক নিরসন করতে পুরো ভোটার তালিকাই যাচাই করা হবে। প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

আগামীকাল রাত ১০টায় লন্ডনে যাত্রা করবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার (৭...

২০২৫ সালে সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকা

শিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের সরকারি-বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা...

বেগম খালেদা জিয়াকে নিয়ে আসিফ নজরুলের আবেগঘন স্ট্যাটাস

চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনে যাওয়ার কথা...

১২৩ শহরের মধ্যে বায়ু দূষণে শীর্ষে ঢাকা

বায়ু দূষণে বিশ্বের ১২৩টি শহরের মধ্যে শীর্ষে রয়েছে রাজধানী...