পর্দা উঠলো বিপিএলের একাদশ তম আসরের। উদ্বোধনী ম্যাচে মিরপুরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামছে দীর্ঘদিন পর নতুন নামে ফেরা ফ্রাঞ্চাইজি দুর্বার রাজশাহী। এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। দুই দলের লড়াইটি শুরু হবে দুুপুর দেড়টায়।
প্রথম ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে তামিম ইকবালের দল। ওপেনিংয়ে তামিমের সাথে থাকছেন নাজমুল হোসেন শান্ত। এরপর তাওহিদ হৃদয়, কাইল মেয়ার্সদের পর মিডলঅর্ডার সামলাবেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও মোহাম্মদ নবী। বল হাতে বরিশালকে নেতৃত্ব দেবেন দুই পাক পেসার শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ। এছাড়া একাদশে থাকছে স্পিনার তানভীর ইসলাম ও তরুণ পেসার রিপন মণ্ডল।
অপরদিকে, রাজশাহীর হয়ে ব্যাটিং উদ্বোধন করবেন পাক ব্যাটার মোহাম্মদ হারিস ও জিশান আলম। এরপর অধিনায়ক এনামুল হক বিজয় ও আকবর আলীর সাথে রয়েছেন ইয়াসির আলী, এস মেহেরাবদের মতো দেশি ক্রিকেটাররা। অলরাউন্ডার কোটায় রয়েছেন রায়ান বার্ল, লাহিরু সামারাকুন ও মৃত্যুঞ্জয় চৌধুরী। পেস আক্রমণে রয়েছেন স্পিডস্টার তাসকিন আহমেদ ও হাসান মুরাদ।