বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের ২ বছরের সাজা বাতিল

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের ২ বছরের সাজা বাতিল

প্রকাশ:

রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে ‘মিথ্যা ও বিকৃত’ তথ্য প্রচারের অভিযোগে করা মামলায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানের সাজা স্থগিত করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিচারপতি আবদুর রবের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদিলুর রহমান খান অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

২০১৩ সালের ৫-৬ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে ‘মিথ্যা ও বিকৃত’ তথ্য প্রচারের অভিযোগে একই বছর অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক নাসির উদ্দীন এলানের নামে মামলা হয়। এরপর ওই বছরের ১০ আগস্ট গ্রেপ্তার হন আদিলুর রহমান খান। পরে ৬১ দিন কারাভোগ করেন।

পরের বছর (২০১৪) ৮ জানুয়ারি এ মামলায় আইসিটি আইনের ৫৭ (২) ধারায় আদিলুর রহমান ও নাসির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরবর্তীতে গত বছরের ১৪ সেপ্টেম্বর আদিলুর রহমান ও নাসির উদ্দিনকে দুই বছর করে কারাদণ্ডে দণ্ডিত করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। একই বছরের অক্টোবরে তারা জামিনে কারাগার থেকে মুক্তি পান।

সবশেষ বিচারিক আদালতের দেয়া সাজার রায়ের বিরুদ্ধে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর হাইকোর্টে আপিল করেন আদিলুর রহমান ও নাসির উদ্দিন। বৃহস্পতিবার তাদের করা আপিল মঞ্জুর করেন বিচারপতি আবদুর রবের একক হাইকোর্ট বেঞ্চ। এদিন আদালতে আদিলুর ও এলানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রুহুল আমিন ভুঁইয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

একনজরে চ্যাম্পিয়নস ট্রফির পূর্ণাঙ্গ সূচি

চ্যাম্পিয়নস ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত আয়োজক...

২০২৪ সালে গুগল সার্চের শীর্ষে ছিল যেসব বিষয়

আর মাত্র কয়েকদিন, এরপরই বিদায় নেবে ২০২৪ সাল। শুরু...

শিশুর মানসিক ও শারীরিক বিকাশে ডিসেম্বরের ছুটি যেমন হবে

ডিসেম্বরে পরীক্ষা শেষে বড় একটা ছুটি পায় শিশুরা। সারা...

১৬ সদস্যের প্রতিনিধিদল নিয়ে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, তারিখ চূড়ান্ত

আলোচনা-সমালোচনা শেষে অবশেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা...