বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

কাজাখস্তানে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

কাজাখস্তানে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

প্রকাশ:

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের আকতাউ শহরের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পরপর বিমানটিতে আগুন ধরে যায়। জরুরি পরিষেবার সদস্যরা এখন দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছেন। খবর রয়টার্সের।

বুধবার (২৫ ডিসেম্বর) বিমানটি এই দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক প্রতিবেদনে জীবিতদের সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে। তাদের মধ্যে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। কাজাখস্তানের জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছে, বিমানটি আজারবাইজান এয়ারলাইন্স পরিচালিত। এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের দিকে উড়ে যাচ্ছিল। তবে গ্রোজনিতে কুয়াশার কারণে এটি অন্য দিকে ঘুরিয়ে দেয়া হয়।

তবে আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কাজাখ গণমাধ্যম জানিয়েছে, বিমানে ৭২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৬৭ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য। তবে রয়টার্স এই তথ্য এখনো নিশ্চিত করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

একনজরে চ্যাম্পিয়নস ট্রফির পূর্ণাঙ্গ সূচি

চ্যাম্পিয়নস ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত আয়োজক...

২০২৪ সালে গুগল সার্চের শীর্ষে ছিল যেসব বিষয়

আর মাত্র কয়েকদিন, এরপরই বিদায় নেবে ২০২৪ সাল। শুরু...

শিশুর মানসিক ও শারীরিক বিকাশে ডিসেম্বরের ছুটি যেমন হবে

ডিসেম্বরে পরীক্ষা শেষে বড় একটা ছুটি পায় শিশুরা। সারা...

১৬ সদস্যের প্রতিনিধিদল নিয়ে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, তারিখ চূড়ান্ত

আলোচনা-সমালোচনা শেষে অবশেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা...