ভারী বর্ষণ ও উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলার মানুষজন। বাড়ছে প্রাণহানির সংখ্যাও। বন্যায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি আকস্মিক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫২ লাখ ৯ হাজার ৭৯৮ জন। বন্যার থাবায় অনেকেই হারিয়েছেন মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও।
এদিকে, বন্যাদুর্গত এলাকায় সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। সকল শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শোবিজের তারকারাও। ইতিমধ্যেই বন্যাদুর্গত এলাকায় ছুটে গেছেন শোবিজের অনেকে।
এবার বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এলেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। ব্যবসার কাজে দেশের বাইরে থাকায় এতদিন বন্যার্তদের পাশে দাঁড়াতে পারেননি তারা। তবে আজ সোমবার সকালে অনন্ত জানিয়েছেন, খুব শিগগিরই তিনি বানভাসি মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
অন্যদিকে চিত্রনায়িকা বর্ষা জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কিছু পরিবারকে ঘর নির্মাণ করে দেবেন তিনি।
তার কথায়, ‘একা খুব বেশি কাজ করা সম্ভব না। তবে একসঙ্গে আমরা অনেক কাজ করতে পারি। দেশে এসে আমি ১টি, ২টি বা ৩টি পরিবারকে তাদের হারিয়ে যাওয়া ঘর নির্মাণ করে দিতে চাই।’