বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে ঘর নির্মাণ করে দিবেন চিত্রনায়িকা বর্ষা

ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে ঘর নির্মাণ করে দিবেন চিত্রনায়িকা বর্ষা

প্রকাশ:

ভারী বর্ষণ ও উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলার মানুষজন। বাড়ছে প্রাণহানির সংখ্যাও। বন্যায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি আকস্মিক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫২ লাখ ৯ হাজার ৭৯৮ জন। বন্যার থাবায় অনেকেই হারিয়েছেন মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও।

এদিকে, বন্যাদুর্গত এলাকায় সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। সকল শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শোবিজের তারকারাও। ইতিমধ্যেই বন্যাদুর্গত এলাকায় ছুটে গেছেন শোবিজের অনেকে।

এবার বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এলেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। ব্যবসার কাজে দেশের বাইরে থাকায় এতদিন বন্যার্তদের পাশে দাঁড়াতে পারেননি তারা। তবে আজ সোমবার সকালে অনন্ত জানিয়েছেন, খুব শিগগিরই তিনি বানভাসি মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

অন্যদিকে চিত্রনায়িকা বর্ষা জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কিছু পরিবারকে ঘর নির্মাণ করে দেবেন তিনি।

তার কথায়, ‘একা খুব বেশি কাজ করা সম্ভব না। তবে একসঙ্গে আমরা অনেক কাজ করতে পারি। দেশে এসে আমি ১টি, ২টি বা ৩টি পরিবারকে তাদের হারিয়ে যাওয়া ঘর নির্মাণ করে দিতে চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

একনজরে চ্যাম্পিয়নস ট্রফির পূর্ণাঙ্গ সূচি

চ্যাম্পিয়নস ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত আয়োজক...

২০২৪ সালে গুগল সার্চের শীর্ষে ছিল যেসব বিষয়

আর মাত্র কয়েকদিন, এরপরই বিদায় নেবে ২০২৪ সাল। শুরু...

শিশুর মানসিক ও শারীরিক বিকাশে ডিসেম্বরের ছুটি যেমন হবে

ডিসেম্বরে পরীক্ষা শেষে বড় একটা ছুটি পায় শিশুরা। সারা...

১৬ সদস্যের প্রতিনিধিদল নিয়ে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, তারিখ চূড়ান্ত

আলোচনা-সমালোচনা শেষে অবশেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা...