বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

মামলা প্রসঙ্গে যা বললেন জায়েদ খান

মামলা প্রসঙ্গে যা বললেন জায়েদ খান

প্রকাশ:

২০১৫ সালের ২০ এপ্রিলে নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় অভিনেত্রী তানভীন আহমেদ সুইটি, অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়ক জায়েদ খানসহ ৫৬ জনের নামে মামলা করা হয়েছে। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে মামলাটি করেন ব্যান্ডশিল্পী আসিফ ইমাম। বিষয়টি নিয়ে অভিযুক্তরা নিশ্চুপ থাকলেও কথা বলেছেন চিত্রনায়ক জায়েদ খান।

তিনি জানান, স্টেজ শোতে অংশ নিতে বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন। ইতিমধ্যে মামলার বিষয়টি তার নজরেও এসেছে। তার দবি- এই মামলা পুরোপুরি ভিত্তিহীন ও হয়রানি ছাড়া আর কিছুই না।

জায়েদ খান বলেন, ‘যে মামলায় আমাকে আসামি করা হয়েছে তা পুরোপুরি মিথ্যা মামলা। যার কোনা ভিত্তিই নাই। আমি একজন শিল্পী। বাংলাদেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমি জানি, দেশের মানুষও আমাকে ভালোবাসে। তারা ভালোভাবেই জানেন, আমি কেমন? এই ধরনের মিথ্যা মামলা আমাকে হয়রানি করা ছাড়া আর কিছুই না।’

তিনি আরও বলেন, ‘অন্য সবার মতো আমারও মত-বিশ্বাসে ভিন্ন থাকতে পারে। তবে এটুকু বিশ্বাসের সঙ্গে বলতে পারি- আমি কোনো রাষ্ট্রবিরোধী কাজের সঙ্গে জড়িত ছিলাম না আর আগামীতেও থাকব না। আমি সবসময় চেষ্টা করেছি, মানুষের উপকার করতে; সবার পাশে থাকতে। কখনো কারো ক্ষতি করিনি। একজন শিল্পী হিসেবে সব সময় ন্যায়ের কথা বলেছি। সেই আমাকেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে!’

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে এই চিত্রনায়ক বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের প্রায় মাস খানেক আগে থেকেই আমি অস্ট্রেলিয়ায়, কানাডা ও আমেরিকার শো নিয়ে ব্যস্ত ছিলাম। বিভিন্ন স্টেজ শোতে মানুষকে বিনোদিত করেছি। একজন বিনোদনকর্মী হিসেবে এটাই তো আমাদের কাজ। আমিও সেটাই করেছি।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ জানিয়ে জায়েদ খান বলেন, ‘ছাত্রদের নিয়ে দেশ সংস্কারের কাজ করছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস সাহেব। আমার বিশ্বাস, উনি এসব ভিত্তিহীন মামলার বিষয়টি দেখবেন। আমার নামে তো রাষ্ট্র বা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মামলা করেনি। কে করেছে, তাকে আমি বা আমরা কেউ চিনি না। এমন অপরিচিত একজন মিথ্যা অভিযোগ নিয়ে মামলা করে দেবেন আর অমনি তা সত্য হয়ে যাবে এটা আশা করি না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

একনজরে চ্যাম্পিয়নস ট্রফির পূর্ণাঙ্গ সূচি

চ্যাম্পিয়নস ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত আয়োজক...

২০২৪ সালে গুগল সার্চের শীর্ষে ছিল যেসব বিষয়

আর মাত্র কয়েকদিন, এরপরই বিদায় নেবে ২০২৪ সাল। শুরু...

শিশুর মানসিক ও শারীরিক বিকাশে ডিসেম্বরের ছুটি যেমন হবে

ডিসেম্বরে পরীক্ষা শেষে বড় একটা ছুটি পায় শিশুরা। সারা...

১৬ সদস্যের প্রতিনিধিদল নিয়ে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, তারিখ চূড়ান্ত

আলোচনা-সমালোচনা শেষে অবশেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা...