বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

এটা কোনো বিবেকবান মানুষের কাছে গ্রহণযোগ্য নয়

এটা কোনো বিবেকবান মানুষের কাছে গ্রহণযোগ্য নয়

প্রকাশ:

ভয়াবহ বন্যার কবলে দেশ। বন্যাদুর্গতদের উদ্ধারে ইতিমধ্যেই সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশের সকল শ্রেণি-পেশার মানুষজন। আর শেখ হাসিনার পদত্যাগ এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশেজুড়ে দাবি-দাওয়ার ঢেউ উঠেছে। বলা যায়, ঢাকা এখন দাবির শহর।

সবশেষ গতকাল রবিবার সারাদিন দাবি আদায়ে সচিবালয় ঘেরাও করে রাখে আনসার বাহিনীর সদস্যরা। রাতে আনসার বাহিনীর সদস্যদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ও সংঘর্ষের মতো ঘটনাও ঘটেছে। এবার এসব বিষয় নিয়ে মুখ খুললেন চিত্রনায়ক অনন্ত জলিল।

আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি বলেন, ‘যেখানে বন্যার কবলে পড়ে অসহায় মানুষেরা ক্ষুধার্ত ও ঘরবাড়ি ছাড়া এবং তাদের সমস্ত কিছু ভেসে গেছে। আর তখন আমরা তাদের পাশে না দাঁড়িয়ে আন্দোলন করে আমাদের দাবি আদায়ের চেষ্টা করছি। এটা কোনো বিবেকবান মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আসুন আমরা সবাই সবকিছু ভুলে গিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে মানুষ হিসেবে নিজেকে পরিচয় দেই। অসহায় মানুষদেরকে সাহায্যকারীকে আল্লাহ পছন্দ করেন।’

বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন অনন্ত জলিল ও বর্ষা দম্পতি। দেশে ফিরেই বন্যার্তদের সহায়তায় টিম গঠন করবেন বলেও জানান অনন্ত।

এ প্রসঙ্গে খোঁজ দ্য সার্চ’খ্যাত এই চিত্রনায়ক বলেন, ‘আমি আমার ব্যবসার কাজে এখন দেশের বাহিরে অবস্থান করছি, ইনশাআল্লাহ দেশে ফিরে আমি আমার কোম্পানির পক্ষ থেকে উদ্ধার টিমসহ ত্রাণের ব্যবস্থা করব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

একনজরে চ্যাম্পিয়নস ট্রফির পূর্ণাঙ্গ সূচি

চ্যাম্পিয়নস ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত আয়োজক...

২০২৪ সালে গুগল সার্চের শীর্ষে ছিল যেসব বিষয়

আর মাত্র কয়েকদিন, এরপরই বিদায় নেবে ২০২৪ সাল। শুরু...

শিশুর মানসিক ও শারীরিক বিকাশে ডিসেম্বরের ছুটি যেমন হবে

ডিসেম্বরে পরীক্ষা শেষে বড় একটা ছুটি পায় শিশুরা। সারা...

১৬ সদস্যের প্রতিনিধিদল নিয়ে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, তারিখ চূড়ান্ত

আলোচনা-সমালোচনা শেষে অবশেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা...