মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ক্লাব বিশ্বকাপ ফাইনালের ভেন্যু কোথায় জানাল ফিফা

ক্লাব বিশ্বকাপ ফাইনালের ভেন্যু কোথায় জানাল ফিফা

প্রকাশ:

২০২৫ সালে ক্লাব বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে। যা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় আসর। ক্লাব বিশ্বকাপের রাজকীয় এ আসরটি মোট ৩২ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে। যেখানে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল গড়াবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গতকাল এক ঘোষণায় এ কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজকও। কানাডা ও মেক্সিকোকে সঙ্গে নিয়েই বিশ্বকাপ আয়োজন করবে তারা। সেই বিশ্বকাপেও ভেন্যু হিসেবে থাকছে এই নিউ লাইফ স্টেডিয়াম।

ফিফা ক্লাব বিশ্বকাপ আগামী বছরের ১৫ জুন শুরু হবে, আর শেষ ১৩ জুলাই। মোট ১২টি ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। নিউ জার্সি ছাড়া আরও ভেন্যু হিসেবে থাকছে—মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম, টিকিউএল স্টেডিয়াম, হার্ড রক স্টেডিয়াম, জিওডিস পার্ক, ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, ইন্টার অ্যান্ড কো স্টেডিয়াম, লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ড, অডি ফিল্ড, রোজ বোল স্টেডিয়াম এবং লুমিন ফিল্ড স্টেডিয়াম।

একই সময়ে যুক্তরাষ্ট্রে কনকাকাফ গোল্ড কাপও অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরুর আগে ড্র অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরে। ৩২টি দলের মধ্যে এখন পর্যন্ত ৩০টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

এর আগে ফিফা ক্লাব পর্যায়ের বিশ্বকাপ প্রথম চালু করে ২০০০ সালে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত এর আকার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, ২০২৫ সাল থেকে ক্লাব বিশ্বকাপে অংশ নেবে ৩২টি দল। এর মধ্যে ইউরোপ থেকে ১২টি, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে ক্লাব থাকবে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের, আরেকটি স্বাগতিক দেশের।

এদিকে ইউরোপের দলগুলোর মধ্যে থাকছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের মতো দল। দক্ষিণ আমেরিকার প্রতিনিধি হিসেবে আছে আর্জেন্টিনার রিভার প্লেট, বোকা জুনিয়র্স, ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো।

আগেই সিদ্ধান্ত হয়েছে, ২০২১ থেকে ২০২৪ সময়ের মধ্যে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় যারা মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়েছে, তাদের ২০২৫ আসরে জায়গা নিশ্চিত হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

খেজুর গুড়ের ৫ উপকারিতা

শীত মানেই খেজুর গুড়ের গন্ধ ভরা নানা ধরনের পিঠা-পায়েসের...

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুনে দুইজনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুনে দুইজনের মৃত্যু...

বড় পরিবর্তন আসছে আইইএলটিএস পরীক্ষায়, ২৫ জানুয়ারি থেকে কার্যকর

ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) ইংরেজি ভাষাদক্ষতা যাচাইয়ের...

সংগীতশিল্পীর ফ্ল্যাটে আগুন, উদ্বিগ্ন অনুরাগীরা

বড়দিনের আগে ভারতীয় সংগীতশিল্পী শানের মুম্বাইয়ের ফ্লাটে অগ্নিকাণ্ডের ঘটনা...