বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে জনতা ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে জনতা ব্যাংক

প্রকাশ:

তারল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা সহায়তা চেয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। ৫ বছরের জন্য চার শতাংশ সুদে এই ধার চাওয়া হয়েছে। এই টাকা পেলে ব্যাংকটির তারল্য পরিস্থিতির উন্নতি ঘটবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জনতা ব্যাংকের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি পর্যালোচনা কয়া হচ্ছে। এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

এদিকে, কিছুদিন আগে দুর্বল ব্যাংকের তালিকায় থাকা পদ্মা ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে এক হাজার ৩০০ কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছিল। গত নভেম্বরে সংকটে থাকা ছয়টি ব্যাংককে সাড়ে ২২ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রসঙ্গত, ঋণ বিতরণে অনিয়মের কারণে নানা সমস্যায় ডুবে রয়েছে জনতা ব্যাংক। গত সেপ্টেম্বরে ব্যাংকটির মূলধন ঘাটতি বেড়ে ৩৪ হাজার কোটি টাকায় দাড়িয়েছে। শীর্ষ ১০টি শিল্প গ্রুপের কাছে ব্যাংকটির ৫৫ শতাংশ ঋণ কেন্দ্রীভূত হয়ে পড়েছে। এদিকে, প্রভাবশালী গ্রাহকরা সময়মতো টাকা ফেরত না দেয়ায় তারল্য সংকট বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

একনজরে চ্যাম্পিয়নস ট্রফির পূর্ণাঙ্গ সূচি

চ্যাম্পিয়নস ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত আয়োজক...

২০২৪ সালে গুগল সার্চের শীর্ষে ছিল যেসব বিষয়

আর মাত্র কয়েকদিন, এরপরই বিদায় নেবে ২০২৪ সাল। শুরু...

শিশুর মানসিক ও শারীরিক বিকাশে ডিসেম্বরের ছুটি যেমন হবে

ডিসেম্বরে পরীক্ষা শেষে বড় একটা ছুটি পায় শিশুরা। সারা...

১৬ সদস্যের প্রতিনিধিদল নিয়ে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, তারিখ চূড়ান্ত

আলোচনা-সমালোচনা শেষে অবশেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা...