সূর্যের সবচেয়ে কাছের পথ দিয়ে অতিক্রম করে নাসার একটি মহাকাশযান ইতিহাস গড়ার চেষ্টা করছে। পার্কার সোলার প্রোব সূর্যের বাইরের বায়ুমণ্ডলের প্রচুর তাপমাত্রা এবং চরম বিকিরণ সহ্য করে অবস্থান করছে সূর্যের খুব কাছাকাছি স্থানে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সূর্যের অনেক নিকটে প্রবেশ করায় বেশ কয়েক দিন যোগাযোগের বাইরে রয়েছে সোলার প্রোবটি। আগামী ২৭ ডিসেম্বরর, সোলার প্রোবটি থেকে একটি সংকেতের প্রত্যাশ করছেন বিজ্ঞানীরা। মূলত, সংকেত পেলে নিশ্চিত হওয়া যাবে প্রোবটির সঠিক অবস্থান।
এই অনুসন্ধানটি নাসার গবেষণার জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারন- সূর্য কীভাবে কাজ করে তা আরও ভালভাবে বুঝতে সাহায্য করবে এই সোলার প্রোবটি।
নাসার হেড অফ সাইন্স ডা. নিকোলা ফক্স বলেছেন, “শতাব্দি ধরে মানুষ সূর্য নিয়ে অধ্যয়ন করেছে, কিন্তু একটি জায়গার বায়ুমণ্ডল অনুভব করা সম্ভব নয় যতক্ষণ না সেখানে যাওয়া যায়। তাই, সোলার প্রোবটির সংকেতের প্রত্যাশায় আছি।