বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

সংগীতশিল্পীর ফ্ল্যাটে আগুন, উদ্বিগ্ন অনুরাগীরা

সংগীতশিল্পীর ফ্ল্যাটে আগুন, উদ্বিগ্ন অনুরাগীরা

প্রকাশ:

বড়দিনের আগে ভারতীয় সংগীতশিল্পী শানের মুম্বাইয়ের ফ্লাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে বান্দ্রা এলাকায় একটি বহুতলে আগুন লাগে। সেখানেই রয়েছে শানের ফ্ল্যাট।ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্লাটের চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসে ১০টি ইউনিট পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিকাণ্ডের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। এসব ভিডিও দেখে উদ্বিগ্ন সংগীতশিল্পী শানের ভক্ত-অনুরাগীরা। এই অগ্নিকাণ্ডের সময়ে শান এবং তার পরিবারের সদস্যরা ফ্ল্যাটে ছিলেন কি না, সে ব্যাপারে এখনও কোনও খবর জানা যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, আশঙ্কাজনক অবস্থায় ৮০ বছরের এক বৃদ্ধাকে উদ্ধার করে আইসিইউ -তে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তের জানা যায়, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল ওই বহুতলে। কী ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রসঙ্গত, শান ভারতের স্টার ভয়েস এবং ‘ভারত-২ স্টার ভয়েস’ নামক জনপ্রিয় রিয়ালিটি শো হোস্ট ছিলেন। তিনি একটি অত্যন্ত জনপ্রিয় ২০০৯-২০১০ সালে ‘মিউজিক কা মহা মোকাবেলা’ শো-তে অংশগ্রহণ করেন ও গায়ক হিসেবে খ্যাতি পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

একনজরে চ্যাম্পিয়নস ট্রফির পূর্ণাঙ্গ সূচি

চ্যাম্পিয়নস ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত আয়োজক...

২০২৪ সালে গুগল সার্চের শীর্ষে ছিল যেসব বিষয়

আর মাত্র কয়েকদিন, এরপরই বিদায় নেবে ২০২৪ সাল। শুরু...

শিশুর মানসিক ও শারীরিক বিকাশে ডিসেম্বরের ছুটি যেমন হবে

ডিসেম্বরে পরীক্ষা শেষে বড় একটা ছুটি পায় শিশুরা। সারা...

১৬ সদস্যের প্রতিনিধিদল নিয়ে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, তারিখ চূড়ান্ত

আলোচনা-সমালোচনা শেষে অবশেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা...