বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশ যখন উত্তাল, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা, তখন অভিনয় জগতের অনেকে এ নিয়ে সরব হলেও নীরব ছিলেন চঞ্চল চৌধুরী। যা নিয়ে সমালোচিতও হতে হয়েছে তাকে। এবার সেই ইস্যুতেই মুখ খুলেছেন তারকা এ অভিনেতা। জানিয়েছেন কেন তিনি তখন কোনো মন্তব্য করতে পারেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়ে মায়ের অসুস্থতাজনিত কারণকে সামনে এনেছেন চঞ্চল চৌধুরী। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘আমি চঞ্চল চৌধুরী বলছি— আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি/দেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগমাধ্যমে, সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়, তার দায় আমার নয়। কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিষয়ে কোনো বক্তব্য দিইনি।’
তিনি আরও লিখেছেন, ‘আমি সাধারণ একজন শিল্পী। পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক।’
তার এমন পোস্টের পর অবশ্য তাকে সমর্থন জানানোর বিপরীতে নেতিবাচক মন্তব্যই বেশি শুনতে হয়েছে তাকে। সরকার পতনের পর এখন কেন এসব বলছেন তিনি সেই প্রশ্নও তুলছেন অনেকে।