শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল: বাঁধন

আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল: বাঁধন

প্রকাশ:

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে শুরু থেকেই সমর্থন জানিয়ে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এমন কী শিক্ষার্থীদের হয়ে নেমেছেন রাজপথেও। কখনো ফার্মগেট, কখনো শাহবাগ আবার কখনোবা শহীদ মিনারে ছাত্র-জনতার সঙ্গে। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রূপের শিকার হয়েছেন, এমনকি হত্যার হুমকি পর্যন্ত পেয়েছেন রেহানা মরিয়ম নূর’খ্যাত এই অভিনেত্রী।

এ বিষয়ে বাঁধন বলেন, ‘আমি যেদিন থেকে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে নামি, ওই দিন থেকেই আমাকে ফোনে, খুদে বার্তায়, ফেসবুকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। অ্যাসিডও মারতে চেয়েছে। আমি ভয় পাইনি। কারণ, একসঙ্গে আন্দোলনের দিনগুলোতে ছাত্র-ছাত্রীদের চোখে-মুখে যে আগুন দেখেছি, আমি নিজেই তাদের কাছ থেকে সাহস সঞ্চয় করেছি।’

তিনি আরও বলেন, ‘বলতেও খুব খারাপ লাগে, সহশিল্পীদের মধ্যে অনেকের সঙ্গে আমার কাজও হয়েছে, তারা ছাত্রদের পক্ষে মাঠে তো ছিলেনই না, উল্টো আমাকে ভয় দেখিয়েছেন, ব্যঙ্গবিদ্রূপ করেছেন। তাদের এমন কাজে কষ্ট পেয়েছিলাম। তবে তাদের প্রতি আমার এখন কোনো বিদ্বেষ নাই। প্রতিহিংসা মানুষ, দেশকে পিছিয়ে দেয়।’

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য দেখা দেয়। এ প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বলেন, ‘দেশ নতুন করে স্বাধীন হয়েছে। একদল আছে সন্ত্রাসী কার্যকলাপ, জ্বালাও-পোড়াও নিয়ে, আরেক দল আছে সম্পত্তি লুট করতে। এমন অন্যায়কে আমি সমর্থন করি না। এখন ছাত্ররা যে পথ দেখালো আমাদের, সে পথে ধরে দেশ গড়তে হবে আমাদের। এসব ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ করুন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

বিগত ৩ নির্বাচনে কারচুপির প্রশ্রয়দাতাদের শাস্তির সুপারিশ করবে কমিশন: বদিউল আলম

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার...

‘এ ধরনের অগ্নিকাণ্ডে অন্তর্বর্তী সরকারের বিব্রতকর অবস্থায় পড়া অস্বাভাবিক নয়’

সচিবালয়ে আগুন লাগার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের...

নসরুল হামিদের ৬ হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের মামলা

৩৬ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ ও ৯৮...

সংবিধান পুনর্লিখনের পরিকল্পনা থেকে সরে এসেছে কমিশন

ক্ষমতার কেন্দ্রীকরণ ঠেকাতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং দুইবারের বেশি...