শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

তারেকের মন্তব্যকে সাধুবাদ জানালেন ফারুকী

তারেকের মন্তব্যকে সাধুবাদ জানালেন ফারুকী

প্রকাশ:

নিজেকে নিয়ে আঁকা একটি ব্যাঙ্গাত্মক কার্টুনের ছবি পোস্ট করে কার্টুনিস্টদের আবারও নির্ভয়ে কার্টুন আকার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

স্ট্যাটাসে তারেক রহমান লেখেন, আমি গভীরভাবে আনন্দিত যে বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার করা হয়েছে। ২০০৬ সালের আগে, বাংলাদেশি কার্টুনিস্ট, বিশেষ করে শিশির ভট্টাচার্য, প্রায়ই আমার মা এবং আমাকে নিয়ে কার্টুন তৈরি করতেন। যাই হোক, গত ১৫ বছরে আমরা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি, তার কাজের জন্য অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ সহ্য করতে হয়েছে তাকে। আরও অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন। শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন আঁকা বন্ধ করে দেন।

তিনি আরও লেখেন, আমি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত, শিশির ভট্টাচার্যের কাজও উপভোগ করতাম। আমি আন্তরিকভাবে আশা করি তিনি শিগগিরই আবারও নিয়মিত রাজনৈতিক কার্টুন আঁকা শুরু করবেন।

এদিকে, তারেক রহমানের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল সোমবার নিজের ফেসবুক পেজে তারেক রহমানের পোস্ট করা স্ট্যাটাসের একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, ঠিক আছে, আমি এখন স্বস্তি বোধ করতে পারি?

এরপর ফারুকী ভক্তদের মনে করিয়ে দিয়ে লেখেন, মনে আছে, আমি ৪২০ ধারাবাহিক বানিয়েছিলাম। যেটা বিএনপি সরকারের ২০০১ থেকে ২০০৭-এর মেয়াদকালীন সময়ে ছিল।

উল্লেখ্য, ‘৪২০’ ছিল মোশাররফ করিমকে নিয়ে তৈরি করা সে সময়ের বহুল আলোচিত একটি ধারাবাহিক নাটক। যেখানে দেশের রাজনৈতিক পরিবেশ থেকে শুরু করে বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা হয়।

এ কারণে তারেক রহমানের কাছ থেকে কার্টুনিস্টদের জন্য এমন বার্তাকে বেশ ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন ফারুকী। তিনি লেখেন, ‘যাই হোক, এটি একটি সুন্দর, খোলামেলা এবং স্মার্ট পোস্ট। আমাদের সকলের উচিত এটাকে সাধুবাদ জানানো এবং সতর্ক থাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

বিগত ৩ নির্বাচনে কারচুপির প্রশ্রয়দাতাদের শাস্তির সুপারিশ করবে কমিশন: বদিউল আলম

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার...

‘এ ধরনের অগ্নিকাণ্ডে অন্তর্বর্তী সরকারের বিব্রতকর অবস্থায় পড়া অস্বাভাবিক নয়’

সচিবালয়ে আগুন লাগার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের...

নসরুল হামিদের ৬ হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের মামলা

৩৬ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ ও ৯৮...

সংবিধান পুনর্লিখনের পরিকল্পনা থেকে সরে এসেছে কমিশন

ক্ষমতার কেন্দ্রীকরণ ঠেকাতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং দুইবারের বেশি...