কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শুক্রবার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. মমিন উদ্দিন ও সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোমলমতি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে স্বার্থান্বেষী মহলের দেশব্যাপী নারকীয় তাণ্ডব, নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি এবং হতাহতের ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোমধ্যে আদালতের রায় ও সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক দাবির প্রতিফলন ঘটেছে। বর্তমান পরিস্থিতিকে শান্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে সহনশীল আচরণ করার এবং পরিস্থিতি যাতে আর অবনতি না হয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে।