সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

গণহত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘের কাছে বিএনপির চিঠি

গণহত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘের কাছে বিএনপির চিঠি

প্রকাশ:

আওয়ামী লীগ সরকারের গণহত্যার বিষয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত চেয়ে বাংলাদেশের জাতিসংঘ আবাসিক প্রতিনিধির কাছে চিঠি দিয়েছে বিএনপি। মঙ্গলবার (১৩ আগস্ট) গুলশানে জাতিসংঘের কার্যালয়ে সংস্থাটির আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের এ চিঠি হস্তান্তর করে বিএনপির প্রতিনিধি দল।

চিঠি হস্তান্তর শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় যে হত্যাকাণ্ড হয়েছে তা আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এ তদন্তের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হবে। এছাড়া আগামীতে কোন সরকার ক্ষমতায় টিকে থাকতে যাতে গুম, খুন, গণহত্যা করতে না পারে এ জন্য জাতিসংঘের কাছে চিঠি দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশে গণহত্যার জন্য শেখ হাসিনার সরকারকে যে বিচারের সম্মুখীন হতে হবে এ নিয়ে কারো মনে কোন সন্দেহ নেই।

এর আগে গত ১০ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এই আন্দোলনে বিজয়ের পূর্বে সরকার তার সরকারি বাহিনী দিয়ে যে নৃশংস গণহত্যা চালিয়েছে, সে বিষয়ে আমরা শুরু থেকেই কথা বলে আসছি। জাতিসংঘও এই বিষয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, জাতিসংঘের কাছে এ ব্যাপারে নিরপেক্ষ তদন্তের জন্য চিঠি পাঠাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল

জীববৈচিত্র্যের ক্ষতি বিবেচনায় নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির...

মেঘনা নদীতে থেমে থাকা জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা এমভি আল বাখেরা নামের...

পরিপূর্ণ সংস্কারের পূর্বশর্ত হলো আইন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা: রিজভী

আইন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলেই আর কোন...

পিএইচডি স্কলারশিপ দেবে ইউজিসি, সুযোগ পাবেন ৭৫ জন

পিএইচডি স্কলারশিপ প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন...