বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার (বিএনডিএ) বাস্তবায়ন-বিষয়ক এক কর্মশালায় আজ বক্তারা বলেন, জাতীয় ই-সার্ভিস বাস সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য ও সেবা ইন্টারঅপারেবল (আন্তঃপরিচালিত) এবং পুনর্ব্যবহারের অনন্য সুযোগ সৃষ্টি করেছে।
এ প্লাটফর্মে সংযুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রবেশগম্যতা নিশ্চিত থাকায় সুরক্ষিত উপায়ে তথ্য ও সেবা পাওয়া অনেক সহজ হয়েছে। ইতোমধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সিস্টেম, মোবাইল নাম্বার যাচাইকরণ সিস্টেম, জন্ম ও মৃত্যু নিবন্ধন, পে-ফিক্সেশন সিস্টেম, ই-প্রাইমারি সিস্টেম, ডাটা অ্যানালাইটিকস প্লাটফর্মসহ ৩০টির অধিক সেবা জাতীয় ই-সার্ভিস বাসে যুক্ত করার ফলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো এর সুফল পাচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা সরকারি সব প্রতিষ্ঠানকে বিএনডিএ গাইডলাইনস ও মান অনুযায়ী সফটওয়্যারভিত্তিক সেবা তৈরি করা এবং প্রযোজ্য ক্ষেত্রে তা জাতীয় ই-সার্ভিস বাসে সংযুক্ত করার আহ্বান জানান।
সোনারগাঁও হোটেলের বলরুমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্প পরিচালক মো. সাখাওয়াৎ হোসেন, বিসিসি’র সিনিয়র টেকনিক্যাল স্পেশালিষ্ট ফরহাদ হুসেইন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য ওপেন গ্রুপ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার এবং অ্যাসোসিয়েশন অব এন্টারপ্রাইজ আর্কিটেক্ট ইন্ডিয়ার প্রেসিডেন্ট ড. পল্লব সাহা।
সামসুল আরেফিন বলেন, চালুর পর থেকে এ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ১৯ কোটি ৫০ লক্ষ বার এনআইডি যাচাই প্রমাণ করে জাতীয় ই-সার্ভিস বাস একটি অত্যন্ত কার্যকর প্লাটফর্ম।
তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান তাদের নিজেদের কাজের প্রয়োজনে অনেক টাকা ব্যয় করে তথ্য উপাত্ত আদান-প্রদানের ক্ষেত্রে আলাদাভাবে ডিজিটাল সিস্টেম তৈরি করেন। অথচ সরকারি কোন একটি প্রতিষ্ঠানের কাছে একইরূপ ডিজিটাল সিস্টেম তৈরি করা থাকলে এবং ই-সার্ভিস বাসে তা যুক্ত করা হলে অন্য যে কোন প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করতে পারবে।
কারণ ই-সার্ভিস বাসের তথ্য ও সেবা ইন্টারঅপারেবল এবং এতে যুক্ত সবারই তাতে প্রবেশগম্যতা রয়েছে। আইসিটি সচিব সকল মন্ত্রণালয় ও সংস্থাকে সরকারি সিস্টেম ও সার্ভিসের পুনঃব্যবহার বৃদ্ধির জন্য বিএনডিএ গাইডলাইনস ও মান অনুসরণ করে সফটওয়্যারভিত্তিক তথ্য ও সেবা তৈরি এবং ও নিরবিচ্ছিন্নভাবে আন্তঃমন্ত্রণালয় তথ্য বিনিময়ের ক্ষেত্রে জাতীয় ই-সার্ভিস বাস ব্যবহার করার আহ্বান জানান।