অন্তর্বর্তী সরকারের গত দেড় মাসের কার্যক্রমে আনুষ্ঠানিক সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের। আগামীতেও সংস্কারে পাশে থাকার আশ্বাস দিয়েছে দেশটি। রোববার (১৫ সেপ্টেম্বর) সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন।
তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রতিনিধি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে বৈঠকে নির্বাচনের রুপরেখা নিয়ে কোনো আলোচনা হয়নি। এ ছাড়া আলোচনায় আসেনি ঢাকা দিল্লী সম্পর্ক।
পররাষ্ট্র সচিব আরও বলেন, সরকারের সংস্কার পরিকল্পনা জানতে চায় যুক্তরাষ্ট্র, আর্থিক খাত ও রাজশ্ব খাতে সংস্কার দেখতে চায় দেশটি।