সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বৃষ্টির কারণে বিলম্ব বাংলাদেশ-ভারত দ্বিতীয় দিনের খেলা

বৃষ্টির কারণে বিলম্ব বাংলাদেশ-ভারত দ্বিতীয় দিনের খেলা

প্রকাশ:

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কানপুর টেস্টে পিছু ছাড়ছে না বৃষ্টি। টেস্ট শুরুর আগেই কানপুরের আকাশে ছিল মেঘের আনাগোনা। এদিকে প্রথম দিনে মাত্র ৩৫ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনেরও পিছু ছাড়ছে না বৃষ্টি। প্রথম দিনের ঘাটতি পোষাতে নির্ধারিত সময় সকাল ১০টার আগেই খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮ টা ৫০ মিনিটে শুরু হয়েছে বৃষ্টি। কিন্তু ম্যাচ অফিসিয়ালরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হবে।

আগেই জানা গিয়েছিল বৃষ্টি বাঁধায় পড়বে কানপুর টেস্টে। যার ফলে নির্ধারিত হয়ে টসও অনুষ্ঠিত হয়নি। দিনের শুরুতেই বৃষ্টির কারণে ম্যাচের প্রায় ১ ঘণ্টা কাটা পড়ে। খেলা শুরু হলেও লাঞ্চ বিরতির আগে দ্বিতীয় দফায় হানা দেয় বৃষ্টি। বিরতিতে থেকে ফিরে কয়েক ওভার খেলা গড়াতেই কানপুরের আকাশ আবারও মেঘে ঢেকে যায়।

যে কারণে খেলা বন্ধ রাখতে বাধ্য হয়েছে আম্পায়াররা। দীর্ঘ সময় অপেক্ষা করলেও, বৃষ্টি না থামায় প্রথম দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেছে আম্পায়ার। প্রথম দিনে ৩৫ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৭ রান। মুমিনুল হক ৪০ রান এবং ৬ রানে অপরাজিত রয়েছেন মুশফিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

পিএইচডি স্কলারশিপ দেবে ইউজিসি, সুযোগ পাবেন ৭৫ জন

পিএইচডি স্কলারশিপ প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

শ্রমিকের নামে মামলা প্রত্যাহার ও বন্ধ ঘোষণা করা দুইটি...

৪ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ, যুক্তরাজ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ

বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ...

ইতিহাস গড়ল পাকিস্তান, ঘরের মাঠে ‘প্রথমবার হোয়াইটওয়াশ’ দ. আফ্রিকা

আর কোনো দল যে কৃতিত্ব অর্জন করতে পারেনি, এবার...