সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

প্রকাশ পেল মোয়ানা ২-এর গান

প্রকাশ পেল মোয়ানা ২-এর গান

প্রকাশ:

হলিউডের তুমুল জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘মোয়ানা’র সিক্যুয়েল ‘মোয়ানা ২’। এ বছরের ২৭ নভেম্বর ইংলিশ ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে এ সিনেমাটি।

তবে, এর আগে গত ২৯ মে প্রকাশ পায় মুভি ট্রেলার।

আর এবার প্রকাশ্যে এলো সিনেমার নতুন একটি গান। যার শিরোনাম ‘উই আর ব্যাক’।

ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিও ও ডিজনি মিউজিকভেবোর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।

গানের ভিডিওতে ‘মোয়ানা’ চরিত্রে আউলি ক্রাভালহো ও ‘মাউই’ চরিত্রে ডোয়াইন জনসনকে দেখা যায়।

অ্যাকশনে ভরপুর ট্রেলারে সমুদ্রে আরেকটি অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হতে দেখা গেছে মোয়ানাকে। অসাধারণ অ্যানিমেশনে পানির দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। মোয়ানাকে হাঙরের সামনেও পড়তে দেখানো হয়েছে এক দারুণ শটে।

এবার এ অ্যানিমেশন মুভির চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনা করেছেন ডেভিড জি ডেরিক জুনিয়র। ‘মোয়ানা ২’তে এবারও মোয়ানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আউলি ক্রাভালিও এবং মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন।

এর আগে ডিজনির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, অ্যানিমেটেড ফিল্ম মোয়ানার সিক্যুয়েল ছাড়াও এটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র আকারে রিমেক করা হচ্ছে। সেটি নির্মাণ করবেন থমাস কেইল। এতে ডোয়াইন জনসন অভিনয় করবেন। আর এটি মুক্তি পাবে ২০২৬ সালের ১০ জুলাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল

জীববৈচিত্র্যের ক্ষতি বিবেচনায় নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির...

মেঘনা নদীতে থেমে থাকা জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা এমভি আল বাখেরা নামের...

পরিপূর্ণ সংস্কারের পূর্বশর্ত হলো আইন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা: রিজভী

আইন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলেই আর কোন...

পিএইচডি স্কলারশিপ দেবে ইউজিসি, সুযোগ পাবেন ৭৫ জন

পিএইচডি স্কলারশিপ প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন...