সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নিজের অতীত নিয়ে বিরক্ত সালমান, কারণ জানালেন অভিনেতা

নিজের অতীত নিয়ে বিরক্ত সালমান, কারণ জানালেন অভিনেতা

প্রকাশ:

বলিউড অভিনেতা সালমান খানের জীবন নিয়ে তার ভক্তদের আগ্রহের শেষ নেই। নতুন সিনেমা থেকে শুরু করে প্রেম ও বিচ্ছেদ সব নিয়েই সংবাদের শিরোনাম এই নায়ক। ক্যারিয়ারের শুরু থেকে তার ব্যক্তিগতজীবন নিয়ে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে দর্শকমহলে ব্যাপক চর্চা হয়েছে। তবে এবার নিজের অতীত নিয়ে বিরক্ত অভিনেতা কারণও জানালেন নিজেই।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ঘটনার শুরু বিগ বস থেকে। জনপ্রিয় এই নায়ক যদি নিজের অতীতের সামনে দাঁড়ান তাহলে কি হবে সেটা দেখা গিয়েছে। আজ থেকে ২০-২৫ বছর আগের সালমানের সঙ্গে দেখা হলে তিনি কী পরামর্শ দিবেন? ‘বিগবস ১৮’র প্রোমোতে সেই মুহূর্তেরই ঝলক উঠে এসেছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বর্তমানের সালমানের সামনে দাঁড়িয়ে অতীত ও ভবিষ্যতের সালমান। অতীত ও ভবিষ্যতের সালমানকে তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। অতীতের তরুণ সালমান প্রশ্ন করেন, ‘এখানে কোন স্বীকারোক্তি দিতে এসেছো? কী এমন কাণ্ড ঘটিয়েছ?’

সেই প্রশ্নের উত্তরে বর্তমানের সালমান বলেন, ‘আরে দাঁড়া ভাই! আমি কোনও কাণ্ড ঘটাইনি। তুইও অতীতে কিছুই করিসনি। আমি জানতাম না, নিজের অতীত দেখে এত বিরক্ত বোধ করব।’ এরপরে বৃদ্ধ বয়সের সালমান বর্তমানের সালমানকে বলে ওঠেন, ‘আমি কি বিষয়টা ভালবেসে বা থাপ্পড় মেরে বোঝাব?’ এই বক্তব্য শুনেই বিস্ফারিত চোখে তাকান সালমান।

কৃত্রিম বুদ্ধিমতার সাহায্যে তৈরি সেই বৃদ্ধ সালমান জানান, তিনি এই মুহূর্তে ‘বিগবস ৩৮’-এর সঞ্চালনা করছেন। অবাক হয়ে ভাইজান নিজের বৃদ্ধ সত্তাকে প্রশ্ন করেন, ‘তখনও কি ‘বিগবস’-এর অস্তিত্ব থাকবে?’

উল্লেখ্য, সালমান বর্তমানে ‘বিগবস্ ১৮’-র শুটিং নিয়ে ব্যস্ত। ২০১০ সাল থেকে এই রিয়্যালিটি শো-এর সঞ্চালনা করছেন। ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ছোট পর্দার এই অনুষ্ঠান। অন্যদিকে নতুন সিনেমা নিয়েও ব্যস্ত সালমান।

বর্তমানে ‘সিকান্দার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সালমান। সেই সিনেমার সেট পরিচালক-প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং সালমান খান শুক্রবার (৪ অক্টোবর) সামাজিক মাধ্যমে ঘোষণা করলেন ‘কিক টু’ সিনেমার কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল

জীববৈচিত্র্যের ক্ষতি বিবেচনায় নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির...

মেঘনা নদীতে থেমে থাকা জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা এমভি আল বাখেরা নামের...

পরিপূর্ণ সংস্কারের পূর্বশর্ত হলো আইন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা: রিজভী

আইন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলেই আর কোন...

পিএইচডি স্কলারশিপ দেবে ইউজিসি, সুযোগ পাবেন ৭৫ জন

পিএইচডি স্কলারশিপ প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন...