সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে একই পরিবারের ৩ জনকে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে একই পরিবারের ৩ জনকে হত্যা

প্রকাশ:

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের ৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) ভোরে ২০ নম্বর এক্সটেনশন ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ক্যাম্পের বাসিন্দা আহম্মদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও শিশু কন্যা আসমা (১৩)।

ক্যাম্পে দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইকবাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ভোরে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) একদল সশস্ত্র সন্ত্রাসী বাড়িতে প্রবেশ করে। এসময় কান্না করে ঘুম থেকে উঠে যায় শিশু আসমা। সন্ত্রাসীরা কান্না থামাতে প্রথমে তাকে গুলি করে। পরে তারা আসমার বাবা আহম্মদ হোসেন ও ভাই সৈয়দুল আমিনকে গুলি করে পালিয়ে যায়। বাবা ও ভাই ঘটনাস্থলে মারা গেলেও গুরুতর আহত অবস্থায় আসমাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যদের অভিযোগ, গত কয়েকদিন ধরে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরএসও’র সন্ত্রাসীরা সৈয়দুল আমিনকে হত্যা করার জন্য খুঁজছিলেন। পরে তারা প্রাণ বাঁচাতে ক্যাম্প ১৭ থেকে পালিয়ে ক্যাম্প ২০ এক্সটেনশনে আশ্রয়ণ নেয় কিছুদিন আগে। সেখানেও শেষ রক্ষা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল

জীববৈচিত্র্যের ক্ষতি বিবেচনায় নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির...

মেঘনা নদীতে থেমে থাকা জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা এমভি আল বাখেরা নামের...

পরিপূর্ণ সংস্কারের পূর্বশর্ত হলো আইন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা: রিজভী

আইন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলেই আর কোন...

পিএইচডি স্কলারশিপ দেবে ইউজিসি, সুযোগ পাবেন ৭৫ জন

পিএইচডি স্কলারশিপ প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন...