সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিএনপি নেতারা। এরই মধ্যে সিনেমাটি বানানো কাজ বন্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
‘মাদার অব ডেমোক্রেসি’ শিরোনামে সিনেমাটি নির্মাণ করার কথা জানিয়েছিলেন পরিচালক এম কে জামান। আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসির প্রযোজনায় এটি নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্রটি নির্মাণের জন্য জিয়া পরিবারের অনুমতি নিয়েছেন তিনি। সেপ্টেম্বরের শেষেই শুটিং শুরু করবেন।
এদিকে, বিএনপির দাফতরিক প্রতিক্রিয়া হলো, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনও সিনেমা বা ডকুমেন্টারি তৈরির কোনও অনুমতি জিয়া পরিবারের কোনও সদস্য কিংবা বিএনপির পক্ষ থেকে দেয়া হয়নি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ফেসবুক পেজে জানানো হয়েছে, সিনেমাটি নির্মাণের বিষয়ে কোনো অনুমতি দেয়া হয়নি।
বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এরই মধ্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে ‘মাদার অব ডেমোক্রেসি’ সিনেমা নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
সংবাদমাধ্যমে সিনেমাটি প্রসঙ্গে ব্যারিস্টার কামাল বলেন, জিয়া পরিবারের কেউ এটা জানেন না। কাউকে না জানিয়ে এমন সিনেমা করা উচিত নয়। তাই এটা বন্ধ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।