সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুই ঘণ্টা যানচলাচল বন্ধ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুই ঘণ্টা যানচলাচল বন্ধ

প্রকাশ:

কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে প্রায় দুই ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় তারা ওই মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর সড়ক থেকে সরে যান তারা। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনে যুক্ত হয়েছেন। 

এদিকে মহাসড়কে পরিবহন চলাচল না করায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ ছিল। ফলে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা পরিবহনগুলো সেতুর ওপর আটকে যায়। ভোগান্তিতে পড়ে চলাচলকারীরা।

এর আগে সকালে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সেতু এলাকায় জড়ো হন। জোকারচর থেকে শিক্ষার্থীদের একটি মিছিল সেতু গোলচত্ত্বর এলাকায় আসার সময় বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার সামনে পুলিশি বাধার মুখে পড়ে। পরে শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে মিছিলটি গোলচত্ত্বরে আসে।

শিক্ষার্থীরা জানান, কোটা পদ্ধতি সংস্কার করা হোক। এছাড়া নিরীহ শিক্ষার্থীদের যেভাবে হত্যা করা হয়েছে সেটার বিচার চাই। যতক্ষণ পর্যন্ত কোনো সুরাহা না হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি আলমগীর আশরাফ জানান, শিক্ষার্থীরা একত্রিত মহাসড়কের গোল চত্ত্বর এলাকায় অবস্থান নিয়েছিল। তাদেরকে মহাসড়ক ছেড়ে দেয়ার জন্য বলা হয়। পরে তারা মহাসড়ক ছেড়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল

জীববৈচিত্র্যের ক্ষতি বিবেচনায় নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির...

মেঘনা নদীতে থেমে থাকা জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা এমভি আল বাখেরা নামের...

পরিপূর্ণ সংস্কারের পূর্বশর্ত হলো আইন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা: রিজভী

আইন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলেই আর কোন...

পিএইচডি স্কলারশিপ দেবে ইউজিসি, সুযোগ পাবেন ৭৫ জন

পিএইচডি স্কলারশিপ প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন...