সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নিউইয়র্কে হতে পারে ড. ইউনূস-শাহবাজ বৈঠক

নিউইয়র্কে হতে পারে ড. ইউনূস-শাহবাজ বৈঠক

প্রকাশ:

বাংলাদেশের রাজনৈতিক পট-পরিবর্তনে দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামতে নীরবে কাজ করছে বাংলাদেশ ও পাকিস্তান। এরই মধ্যে দুই দেশের সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা বৈঠক করেছেন। ফোনালাপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস ও পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এবার এই সম্পর্ক জোড়াদানের প্রচেষ্টায় আরও গতি আনতে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে বৈঠক করতে পারেন দুই দেশের নেতারা।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে ইসলামাবাদের জন্য ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের দুয়ার খুলে যায়। কেননা শেখ হাসিনার আমলে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করাটা ছিল পাকিস্তানি কূটনীতিকদের জন্য কঠিন কাজ।

তবে গত কয়েক সপ্তাহে পাকিস্তানি কূটনীতিক ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এই যোগাযোগ সম্পর্কের বরফ গলানোর আশা পুনরুজ্জীবিত করেছে।

এমন পরিস্থিতিতে ঢাকায় পাকিস্তানি হাইকমিশনার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে একটি বৈঠক হয়েছে। সেখানে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রক্রিয়া পুনঃস্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এক্সপ্রেস ট্রিবিউন বলছে, দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার জন্য দ্বিপক্ষীয় প্রক্রিয়া রয়েছে। দুই দেশের ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য শীর্ষ ফোরাম হলো যৌথ অর্থনৈতিক কমিশন। তবে শেখ হাসিনা সরকারের আমলে এই কমিশনের কাজ কার্যত বন্ধ হয়ে পড়ে। ২০০৭ সালে এই যৌথ কমিশনের সর্বশেষ বৈঠক হয়েছিল। তবে এখন যৌথ কমিশন পুনরায় সচল করতে চাইছে পাকিস্তান। এরই মধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার।

একইভাবে সম্পর্ক মেরামতের চলমান প্রচেষ্টায় আরও গতি আনতে এই মাসের শেষের দিকে শাহবাজ শরিফ ও ড. ইউনুস নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে বৈঠক করতে পারেন। এবার যদি দুই দেশের নেতার মধ্যে এই বৈঠক আসলেই হয় তাহলে সেটি হবে বহু বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের সরকারপ্রধানের মধ্যে প্রথম উচ্চ-পর্যায়ের বৈঠক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

পিএইচডি স্কলারশিপ দেবে ইউজিসি, সুযোগ পাবেন ৭৫ জন

পিএইচডি স্কলারশিপ প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

শ্রমিকের নামে মামলা প্রত্যাহার ও বন্ধ ঘোষণা করা দুইটি...

৪ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ, যুক্তরাজ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ

বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ...

ইতিহাস গড়ল পাকিস্তান, ঘরের মাঠে ‘প্রথমবার হোয়াইটওয়াশ’ দ. আফ্রিকা

আর কোনো দল যে কৃতিত্ব অর্জন করতে পারেনি, এবার...