সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে বলিউড অভিনেতা গোবিন্দ

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে বলিউড অভিনেতা গোবিন্দ

প্রকাশ:

ভুলবশত নিজের লাইসেন্সকৃত রিভলবার থেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। মুম্বাইয়ের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে এ তারকাকে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল অভিনেতা গোবিন্দর। আর হাসপাতাল থেকেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে একটি অডিও বার্তা দিয়েছেন তিনি। সেখানে নিজেই শারীরিক অবস্থার কথা জানিয়েছেন।

বলিউড অভিনেতা শারীরিক অবস্থার বর্ণনা করে বলেন, ‘আমি গোবিন্দ। আমার ভক্ত-শুভাকাঙ্ক্ষী, মা-বাবা ও ঈশ্বরের আশীর্বাদে ভালো অনুভব করছি। আমি গুলিবিদ্ধ হয়েছি। তবে এখন ভালো অনুভব করছি।’

তিনি বলেছেন, ‘আমার শরীর থেকে বুলেটটি বের করা হয়েছে। চিকিৎসক ডা. আগারওয়ালকে অনেক অনেক ধন্যবাদ; যারা আমার জন্য প্রার্থনা করেছেন, তাদের সবাইকেও ধন্যবাদ।’

জানা গেছে, মঙ্গলবার (১ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে পায়ে গুলিবিদ্ধ হন শিবসেনা নেতা ও অভিনেতা গোবিন্দ। মূলত ভোরে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এর আগে নিজের লাইসেন্সকৃত রিভলআর চেক করার সময় ভুলবশতই ফায়ার হয়ে যায়। আর গুলিটি তার হাঁটুতে লাগে।

এরপর তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয় অভিনেতা গোবিন্দকে। এখন মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে তাকে। সংবাদমাধ্যম থেকে আরও জানা গেছে, কলকাতায় একটি শো ছিল তার। এ জন্য আজ সকাল ৬টায় কলকাতার ফ্লাইট ধরার কথা ছিল তার। আর নিজ বাড়ি থেকে বের হওয়ার আগ মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

পিএইচডি স্কলারশিপ দেবে ইউজিসি, সুযোগ পাবেন ৭৫ জন

পিএইচডি স্কলারশিপ প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

শ্রমিকের নামে মামলা প্রত্যাহার ও বন্ধ ঘোষণা করা দুইটি...

৪ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ, যুক্তরাজ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ

বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ...

ইতিহাস গড়ল পাকিস্তান, ঘরের মাঠে ‘প্রথমবার হোয়াইটওয়াশ’ দ. আফ্রিকা

আর কোনো দল যে কৃতিত্ব অর্জন করতে পারেনি, এবার...