মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

১৬০ ফুট উপর থেকে ঝরনার কূপে পড়ে যান তিন পর্যটক, এরপর যা ঘটলো

১৬০ ফুট উপর থেকে ঝরনার কূপে পড়ে যান তিন পর্যটক, এরপর যা ঘটলো

প্রকাশ:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি পাহাড়ি ঝরনার কূপের পানিতে ডুবে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে মিরসরাই উপজেলার ওয়াহিদপুর ইউনিয়নের ছোট কমলদহ রূপসী ঝরনা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন- ঢাকার নারায়ণগঞ্জের মো. আতিকুর রহমানের ছেলে মুশফিকুর রহমান ‌‌(২১) ও একই এলাকার মো. মুরাদের ছেলে মাহবুবুর রহমান (২১)। মুশফিকুর রহমান ঢাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে এবং মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। দুজনই স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে তাদের সহপাঠীরা জানিয়েছেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ১৩ বন্ধুর একটি দল মিরসরাইয়ের ছোট কমলদহ রূপসী ঝরনায় ঘুরতে যায়। ওই দলেই ছিলেন নিহত দুইজন। ঝরনার উপর থেকে পা পিছলে দুই বন্ধু মুশফিকুর রহমান ও মাহবুবুর রহমান নিচে পড়ে যান। এ সময় ঝরনার নিচে পানির কূপে ডুবে যান তারা। খবর পেয়ে স্থানীয়রা ও মিরসরাই ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুর পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাদের পায়নি। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে সন্ধ্যায় দুইজনের মরদেহ উদ্ধার করে।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, নিহত দুজনের মরদেহ উদ্ধারের পর মিরসরাই থানা-পুলিশের কাছে কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, প্রায় ১৬০ ফুট উপর থেকে নিহত দুজনসহ তিন পর্যটক নিচে পড়ে যান। এর মধ্যে আতিফুর রহমান নামের একজন প্রাণে রক্ষা পান। আতিফুর সাঁতার জানলেও অপর দুজন সাঁতার জানতেন না। নিহত দুই পর্যটকের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল

জীববৈচিত্র্যের ক্ষতি বিবেচনায় নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির...

মেঘনা নদীতে থেমে থাকা জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা এমভি আল বাখেরা নামের...

পরিপূর্ণ সংস্কারের পূর্বশর্ত হলো আইন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা: রিজভী

আইন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলেই আর কোন...

পিএইচডি স্কলারশিপ দেবে ইউজিসি, সুযোগ পাবেন ৭৫ জন

পিএইচডি স্কলারশিপ প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন...