গতকাল বুধবার দর্শকদের মাঝে উত্তেজনা ছড়ালেন বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। তিনি জানালেন, ‘তুফান ২’ আসবে ঈদুল আজহায়, আর ‘লায়ন’ মুক্তি পাবে ২০২৫ সালের ঈদুল ফিতরে।
এই ঘোষণার পর থেকেই দর্শকরা ‘তুফান ২’ নিয়ে উন্মাদনা প্রকাশ করছেন, তবে শাকিব খান জানাচ্ছেন ভিন্ন কথা। তিনি একটি গণমাধ্যমকে বলেন, আগামী বছর কোরবানি ঈদে ‘তুফান-২’ আসবে না। সিনেমাটি আসবে আরো পরে।
শাকিব খান আরও জানিয়েছেন, এর জন্য দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন, এবং শুটিং করতে হবে কয়েকটি দেশে।
তিনি প্রযোজকদের সঙ্গে নতুন একটি সিনেমার ব্যাপারে আলাপ-আলোচনা চলছে বলেও উল্লেখ করেছেন।
এদিকে, শাকিব চলতি মাসের মাঝামাঝি সময়ে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।
দর্শকদের মধ্যে ‘তুফান ২’ নিয়ে আলোচনা চলছে, তবে কবে আসবে, তা নিয়ে চলছে নানা জল্পনা। শাকিবের এই বক্তব্যে সিনেমাপ্রেমীদের অপেক্ষা বেড়ে গেছে—এখন সবাই জানার অপেক্ষায় রয়েছে কবে সত্যিই পর্দায় দেখা যাবে ‘তুফান ২’!