নিষিদ্ধ মাদকগ্রহণের দায়ে বিশ্বজয়ী ফ্রান্সের তারকা ফুটবলার পর পগবাকে গত ফেব্রুয়ারিতে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়। যার ফলে তিনি ক্লাব, জাতীয় দলসহ সব ধরনের ফুটবল থেকে ছিটকে যান। বয়স হিসেবে অনেকেই ধারণা করেছিলেন পগবার ফুটবল ক্যারিয়ারও শেষ।
তবে এই নিষেধাজ্ঞার বিপক্ষে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করেছিলেন ফ্রান্সের বিশ্বজয়ী এ তারকা ফুটবলার। নিষেধাজ্ঞার ৯ মাসের মাথায় স্বস্তির নিশ্বাস ফেলার মতো খবর পেয়েছেন বিশ্বজয়ী এই ফুটবলার। আন্তর্জাতিক ক্রীড়া আদালত পগবার আপিলের পরিপ্রেক্ষিতে ৪ বছরের নিষেধাজ্ঞা কমিয়ে এনে ১৮ মাস নির্ধারণ করেছে। খবর বিবিসি
বিবিসি জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে অনুশীলন করতে পারবেন ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার। আর প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে পারবেন ১১ মার্চ থেকে। অর্থাৎ, তার ৩২তম জন্মদিনের চার দিন আগে।
২০২৩ সালের ২০ আগস্ট পগবাকে ঘিরে ডোপ–কাণ্ডের শুরু হয়। সেদিন সিরি ‘আ’তে জুভেন্টাস–উদিনেস ম্যাচের পর ডোপ পরীক্ষায় পগবার শরীরে টোস্টোস্টেরনের (পুরুষদের প্রধান স্টেরয়েড হরমোন, যা শুক্রাশয়ে উৎপন্ন হয়) মাত্রা বৃদ্ধি পাওয়ার বিষয়টি ধরা পড়ে। যার ফলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাময়িকভাবে পগবাকে নিষিদ্ধ করে ইতালির ন্যাশনাল অ্যান্টি–ডোপিং ট্রাইবুন্যাল (নাডো)। এরপর ৬ অক্টোবর নমুনার ‘কাউন্টার-অ্যানালাইসিসে’ও একই ফল আসে। যার ফলে তাকে ৪ বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়। আগে থেকে শাস্তি ভোগ করতে থাকায় গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে পগবার নিষেধাজ্ঞার সময় বিবেচনা করা হয়।