টেস্ট সিরিজে ঘরের মাঠে ইংল্যান্ডকে পরাস্ত করার পর এবার ওয়ানডে সিরিজে নামতে যাচ্ছে পাকিস্তান। ইতোমধ্যে ম্যান ইন গ্রিনরা প্রতিপক্ষ অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। সফরে তারা তিনটি ওয়ানডে ও সমান সক্ষক টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে। ওয়ানডে দিয়ে তাদের যাত্রা শুরু হবে। এ ম্যাচ দিয়েই অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের অভিষেক ঘটবে।
এদিকে ওয়ানডে সিরিজ শুরুর একদিন আগে প্রথম ম্যাচের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছে তরুণ পেসার মোহাম্মদ হাসনাইন। দলে রয়েছেন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টের দল থেকে বাদ পড়া বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ।
সফরকারীরা তাদের প্রথম ওয়ানডের একাদশ সাজিয়েছে অভিজ্ঞ এবং নতুন প্রতিভার মিশ্রণে। একাদশে অভিজ্ঞ হিসেবে যেমন রয়েছেন আবদুল্লাহ শফিক, বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি। তেমনি রয়েছেন সাইম আইয়ুব এবং কামরান গুলামের মতো নতুন মুখও।
তরুণ পেসার নাসিম শাহর সঙ্গে মোহাম্মদ হাসনাইনের অন্তর্ভুক্তি বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করেছে, যা রিজওয়ানকে তার প্রথম ওয়ানডে অধিনায়কত্ব অভিজ্ঞতার জন্য একটি ভারসাম্যপূর্ণ দল প্রদান করছে। পাকিস্তানের এই দলটি শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেবে বলে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
পাকিস্তান একাদশ
আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), কামরান গুলাম, সালমান আলী আগা, মুহাম্মদ ইরফান খান, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।