বর্তমানে স্মার্টগ্যাজেটগুলোতে পানি ও ধুলা প্রতিরোধী রেটিং দেওয়া হচ্ছে। তারপরও দেখা যায় ফোন বা স্মার্টগ্যাজেটগুলো পানিতে নষ্ট হয়ে যায়। তবে এবার রিয়েলমি এমন একটি ফোন এনেছে যেটা ব্যবহারকারীরা পানির নিচে নিয়ে গিয়েও ছবি তুলতে পারবেন, এমনটাই দাবি করছে সংস্থা।
নতুন রিয়েলমি জিটি ৭ প্রো ফোনটিতেই এমন সুবিধা পাওয়া যাবে। এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে একটি শক্তিশালী এবং উন্নত ও আধুনিক টেলিফটো শুটার থাকবে বলে শোনা গিয়েছে। রিয়েলমি জিটি ৭ প্রো ফোনের ক্যামেরার সাহায্যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাবে। অর্থাৎ জলের তলায় ছবি তোলা যাবে এই ফোনের ক্যামেরার সাহায্যে। এর থেকে এটা স্পষ্ট যে রিয়েলমি জিটি ৭ প্রো ফোন একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস অবশ্যই হতে চলেছে।
রিয়েলমির আসন্ন ফোনে থাকতে চলেছে লাইভ ফটো ফিচারও। রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে চলেছে। একটি থ্রি ফোল্ড টেলিফটো সেনসর থাকবে এই ফোনে, এমনই শোনা গিয়েছে। এই ক্যামেরা ফিচার আগে ফোন অর্থাৎ রিয়েলমি জিটি ৫ প্রো ফোনের তুলনায় হাল্কা এবং পাতলা হতে চলেছে।
থ্রি এক্স অপটিকাল জুম, ৬এক্স ইন-সেনসর লসলেস জুম এবং ১২০এক্স ডিজিটাল জুম সাপোর্ট থাকতে চলেছে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে। জানা গেছে, পানির নিচে ব্যবহারকারী রিয়েলমির এই ফোন নিয়ে তা আনলক করতে পারবেন এবং একই সঙ্গে ক্যামেরা জুম করতেও পারবেন। এছাড়াও রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরায় সুইচিংও করা যাবে খুব সহজেই। আর সবটাই হবে জলের তলায়। কিন্তু ফোন নষ্ট হবে না।
রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের শুটার এবং ৫০ মেগাপিক্সেলের আরও একটি টেলিফটো ক্যামেরা সেনসর থাকবে। আর ফোনের ডিসপ্লের উপর থাকবে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনের ক্যামেরায় এআই ফিচারও থাকবে।
কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকবে বলে জানা গিয়েছে। এছাড়াও এই ফোনে থাকতে চলেছে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। খুব শিগগির বাজারে আসছে ফোনটি। তখনই জানা যাবে এর দাম ও রং সম্পর্কে।