ঝিনাইদহ সদর উপজেলার শুড়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার শুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— একই গ্রামের আঙ্গুরিয়া হোসেন (৫৫) হাসিনা খাতুন (৬৫) ও রেশমা বেগম ৪৫।
স্থানীয়রা জানায়, কৃষক আঙ্গুরিয়া হোসেন ভোর সকালে বাড়ির বাইরে যান। দীর্ঘ সময় পরও বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে বাড়ির পেছনের একটি বাগানে বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তারে তাকে জড়িয়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। এ সময় তাঁকে উদ্ধার করতে গেলে বিদ্যুতায়িত হয়ে আহত হন আরও দুইজন।
পরে গ্রামবাসী ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।