সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সাবেক এমপি শিবলী সাদিকসহ ১১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সাবেক এমপি শিবলী সাদিকসহ ১১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রকাশ:

তিন বছর আগে দিনাজপুরের বিরামপুরে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের উপস্থিতিতে এক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রশিদুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। এতে দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি শিবলী সাদিকসহ ১১৩ জনের নাম উল্লেখ করে এবং ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলায় একজন গ্রেফতার করা হয়েছে। 

২০২১ সালের ২৮ নভেম্বর সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নিহত রশিদুল ইসলাম বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ কাটলার ধানহাটি এলাকার মৃত নূরুল হুদার ছেলে।

গতকাল শুক্রবার বিপ্লব আলম ওরফে বিলু (৪৭) বাদী হয়ে বিরামপুর থানায় এই হত্যা মামলা করেন। মামলার বাদী বিপ্লব আলম বিরামপুরের কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের মৃত সাহের উদ্দিন সরকারের ছেলে।

মামলা দায়েরের পর শুক্রবার দিবাগত রাতে মামলার ৫১ নং আসামি স্বপন হাড়ি (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত স্বপন কাটলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হাড়িপাড়া এলাকার মৃত অভিলাষ হাড়ির ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক এর সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে  থানায় ১১৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। মামলার পর স্বপন হাড়ি নামে এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। ওই আসামিকে শনিবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

গত দুই মাসে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশে করেছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নীতিগত ভাবে সিদ্ধান্ত না...

বঙ্গবন্ধু রেলসেতুর নাম পরিবর্তন হয়ে যা হলো

যমুনা নদীতে নির্মিত রেলসেতুর নাম পরিবর্তন করে নতুন নামকরণ...

হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও...

সচিবালয়ে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমানো নয় বরং...