সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মাঠে ফিরেই নতুন ইনজুরি, যা জানালেন নেইমার

মাঠে ফিরেই নতুন ইনজুরি, যা জানালেন নেইমার

প্রকাশ:

ইনজুরি কাটিয়ে ৩৬৯ দিন পর মাঠে ফেরেন নেইমার জুনিয়র। গত বছরের অক্টোবরে ইনজুরিতে পড়েছিলেন তিনি। আল হিলালের জার্সিতে ফিরেছেন চলতি বছরের অক্টোবরে। কিন্তু দ্বিতীয় ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেই নতুন ইনজুরি পড়েন তিনি। ৩০ মিনিট থেকেই মাঠ ছাড়তে হয় এই ব্রাজিলিয়ান তারকাকে।

মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এস্তেগলালের বিপক্ষে এই ইনজুরিতে পড়েন নেইমার। তাকে দেওয়া পাস প্রতিপক্ষের বক্সে লাফিয়ে পা বাড়িয়ে ধরতে যান তিনি। তখনই ব্যথা পায়ে। তাৎক্ষণিকভাবে বোঝা যায়, তিনি ঊরুর মাংসপেশিতে টান পেয়েছেন।

মনে হচ্ছিল, নেইমার আবার নতুন কোন বড় ইনজুরিতে পড়েছেন। কারণ ঊরুর মাংসপেশিতে বড় ধরনের ইনজুরি হলে মাঠে ফিরতে কয়েক মাংস পর্যন্ত লেগে যায়। তবে আল হিলালের ব্রাজিলিয়ান তারকা দিয়েছেন আশার খবর। তিনি বড় কোন ইনজুরিতে পড়েননি বলেও আশ্বস্ত করেছেন। তবে চিকিৎসক তাকে সতর্ক করেছেন।

নেইমার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আশার কথা হলো, এটা বড় কোন ইনজুরি নয়। এক বছর পর মাঠে নেমেছি, এমনটা হতেই পারে। চিকিৎসক এরই মধ্যে বিষয়টি নিয়ে আমাকে সতর্ক করেছিলেন। সুতরাং আমাকে সতর্ক হয়ে আরও বেশি সময় মাঠে থাকতে হবে।’

নেইমার অবশ্য কিছুদিনের বিশ্রাম পেতে যাচ্ছেন। ইনজুরির কারণে তাকে সৌদি প্রো লিগে আল হিলালের স্কোয়াডে রাখা হয়নি। যে কারণে ফিট হওয়া সাপেক্ষে আগামী ২৬ নভেম্বর তাকে মাঠে দেখা যেতে পারে। ওই দিন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল সাদের বিপক্ষে নামবে আল হিলাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর

আরও পড়ুন

গত দুই মাসে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশে করেছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নীতিগত ভাবে সিদ্ধান্ত না...

বঙ্গবন্ধু রেলসেতুর নাম পরিবর্তন হয়ে যা হলো

যমুনা নদীতে নির্মিত রেলসেতুর নাম পরিবর্তন করে নতুন নামকরণ...

হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও...

সচিবালয়ে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমানো নয় বরং...