প্রথম ওয়ানডেতে সহজ লক্ষ্যে খেলতে নেমে জয়ের পথে থাকলেও শেষ পর্যন্ত হোঁচট খায় বাংলাদেশ। দলীয় স্কোর ১৩১ রানে পৌঁছানোর পর ১২ রান যোগ করতেই সাত উইকেট হারায় টাইগাররা। ফলে মাত্র ৯২ রানে হেরে সিরিজে পিছিয়ে যায় বাংলাদেশ।
শনিবার (৯ নভেম্বর) বিকেল চারটায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচটি জিততেই হবে টাইগারদের।
তবে ম্যাচের আগে বাংলাদেশ দলে রয়েছে কিছু অস্বস্তি। আঙুলের চোটের কারণে ১ মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন মুশফিকুর রহিম। তার অভাব পূরণের চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ।
শুক্রবার (৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, দলে লিটন দাসকে পাওয়া গেলে ভালো হতো। তবে তিনি অসুস্থ থাকায় উইকেটকিপার হিসেবে বিকল্প নেই, ফলে জাকের আলিকেই সুযোগ দেয়া হচ্ছে। ওর জন্য এটা ভালো একটা সুযোগ। যদি শতভাগ দিতে পারে, তা ওর ক্যারিয়ার ও দেশের জন্য ভালো হবে।
মিরাজ বলেন, সিরিজ জয়ের এখনও সুযোগ আছে। আমরা একটি ম্যাচ হেরেছি, আরও দুটি ম্যাচ আছে। পরের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। অনেকদিন পর ওয়ানডে খেলায় একটু প্রস্তুতির অভাব থাকলেও আমরা এখন মোমেন্টাম পাওয়ার চেষ্টা করছি।